চোখ ফিরিয়ো না-
আকাশ ভেঙ্গে পড়বে মচমচে পাতার মতো
সরিয়ে নিয়ো না আঙ্গুল-
কাল বোশেখিতে তচনচ হয়ে যাবে সমস্ত রোদ্দুর
ঐ দেখো, পাহাড় দাঁড়িয়ে ভাবছে ঝর্ণার গতির কথা
ঐ দেখো, পাখির ডানায় কত রঙ
দেখো বসন্ত- বর্ণিল পাপড়িতে স্পর্শ তার
সমস্ত কবিতায় দেখো তোমার ছায়া
তুমি মন ফিরিয়ে নিয়ো না-
পাথর খসে চূঁড় হয়ে যাবে পিরামিড
অন্তর ছেয়ে নামবে রোজ-কেয়ামত।।