উৎকৃষ্ট জীবন কার! মানব না বৃক্ষ!
শেকড়ে ঘা পড়লেই উবু হয়ে পড়ে বৃক্ষ
চেতনায় ঘা পড়লেও সটান দাঁড়িয়ে থাকা মানব
দিব্যি বুনে যায় স্তুতির মহাকাব্য।
হেসে হামাগুড়ি দিতে চায় বৃক্ষ, কটাক্ষে
দুটি পাতা ঝরায়; পতনশীল মানব তা নিয়ে
আবারো কাব্য করে.. ঝরা পাতার কাব্য।