খাঁচা খুলে খোকন সোনা
যতই ডাকে 'আয়',
বনের পাখি পাখা মেলে
দূরেই চলে যায়।


খোকন বলে আয়রে পাখি
পুষবো আদর করে,
যা খেতে চাস্ দেবো খেতে
রূপোর থালা ভরে।


আরাম করে ঘুমাবি রোজ
তুলোর বিছানাতে,
থাকবি সুখে রাজার মতো
সন্দেহ নেই তাতে।


মাকে বলে গড়িয়ে দেবো
সোনার নুপুর জোড়া,
আয় না পাখি আমার খাঁচায়
লক্ষীসোনা তোরা।


বনের পাখি কিচিরমিচির
গান শুনিয়ে যায়,
বলে, খোকন.. বন্দী থেকে
সুখ কি পাওয়া যায়!