যখন.. কবর ঘরের অন্ধকারে আমার বসবাস
তখন.. যদি রুহু আসে কভু দেখতে আমার লাশ
আমায় যদি জিজ্ঞেস করে -এই কিরে তোর হাল!
সোনার দেহ গেল পচে... রয়েছে কঙ্কাল।


জোড়ায় জোড়ায় গেছে খুলে বুক পাঁজরের হাড়
তুইও যে ভাই মানুষ ছিলি চিহ্ন কোথায় তার!
পোকার আহার তামাম দেহ, মাটি অবশেষে
ধন-গরিমা বেকার সবই-  কটাক্ষে কয় হেসে-


নিথর আমি রইবো নিথর, কইবো না তো কথা
সেদিন সর্বহারার ঝোলায় ভরা কেবল নীরবতা
যোগের আশে ভোগের নেশায় মত্ত জীবনপাত
অহমিকায়.. দম্ভে... দ্বেষে...  কেটেছে হায়াত।


অক্ষয় যে সত্তা "রুহু" বলবে কাঁদো সুরে
ওরে, যে ছিল তোর রেখেছিলি তারেই অনাদরে!