ওই মাঠ, ওই ধুলোমাটি ডাকে আমায় আয়
আয়রে ছুটে ফসল ফলা আমার আঙিনায়,
শুনি ধ্বনি বাতাস জুড়ে ভ্রমর ডাকে ওই
সারাদিনের খেলার সাথী হারিয়ে গেলি কই!
আয়রে সাথী আবার মাতি, ছুটি ডানা মেলে
সারাটা দিন দেই কাটিয়ে এমনি হেসে-খেলে।


সবুজ ঘাসের মখমলিতে ঢাকা ক্ষেতের আ'ল
আমায় ডেকে বলছে কোথায় ছিলি এত কাল!
পায়ের পরশ বুলিয়ে যা তুই আছি পথটি চেয়ে,
জড়িয়ে ধরে প্রাণ জুড়াবো সুজন কাছে পেয়ে।


বাউল বাতাস হয় যে উতল সুবাস বুকে ধরে
শস্য সোনায় দোল খেয়ে যায় দামাল হয়ে ঘুরে,
বলে আমায় ক্লান্ত দেহ জুড়িয়ে নিবি আয়
বটের ছায়ায় ঘুম পাড়াবো সুখের বিছানায়।


সাঁতার কাটা স্বচ্ছ জলের আঁকাবাঁকা নদী
ডেকে বলে পড় ঝাপিয়ে কাছে এলিই যদি,
দুকুলে তার শ্যামলা গাঁও, সব স্বজনের বাস
সুখে দুঃখের সাথী হয়েই কাটায় বারো মাস,
কল-কলিয়ে ডেকে বলে কেমনে হ'লি পর
আয় শোনাবো ডানা ভেজা পানকৌড়ির স্বর।


নিরেট বুকের গহীন তলে তাদের সাড়া পাই
হরেক রঙের স্বপন ঘুড়ি আসমানে উড়াই
মাটির টানে মন উচাটন প্রাণ যে পাগলপারা
সকল ফেলে চাই হারাতে, হৃদয় বাঁধন-হারা।