সত্যি বলছি রাগ নেই আমার
আমি মোটেও রাগ করিনা,
রাগের মাথায় চটে গিয়ে
ভেঙ্গে-চূঁড়ে ভাগ করিনা।
গালি কিংবা হাতে-তালি
মুখ ভেংগানি, চোখ-রাঙানি
তুচ্ছ কথার পুচ্ছ ধরে
শোনাও যতোই তিক্ত বাণী
কোনটাতেই কখনো ভাই
সাপের মতোন ফোঁস করিনা
অল্প-বেশী আর যা করি
রাগের মতোন দোষ করিনা।
কেউ যদি ভাই বানের জলে
চুবিয়ে রাখে একটু খানি,
তৃষ্ণায় যখন শুকায় গলা
জোর করে নেয় হাতের পানি
দেবো দেবো করে যখন
দেয় ধরিয়ে কলার মোচা
তার সাথেও রাগ করিনা
দাওনা যতোই বাঁশের খোঁচা।
চামড়া পুরু না হলে ভাই
মহা-পুরুষ যায় কি হওয়া?
যার না সহে রাগ করে যাও
আমার এ-সব গায়ে-সওয়া।।