বেশী বলা লোকটাও চুপচাপ
পাশের বাড়ির মুখপোড়া ছু্ড়িটা
কারণে অকারণে যে খই ফোটাতো মুখে
তার নির্বাক মুখটাও ফ্যাকাসে
শুধু বোবাটাই গোঙ্গাচ্ছে
আস্তিনে চোখ মুছে, লালা ঝরা মুখ মুছে
আদি ভাষার অস্পষ্টতায় শুধু শোকটাই স্পষ্ট
আশি পেরুনো বৃদ্ধের ঘোলাটে চোখের মতো
ঠকঠক কাঁপা কাঁপা লাঠি টার মতো
নড়বড়ে এক আগামীর কম্পিত ছায়া।
হুংকার দেয়া কণ্ঠে মিনতির স্বর
অদ্ভুত ভয়ালতা নিয়ে আকাশ কাঁপায়
বাঁচতে চাই..., বাঁচতে চাই...
অসভ্যের সংসারে শুধু প্রাণ ধরে রাখতে চাই...