ভেঙ্গে-চূঁড়ে খন্ডিত আজ দধীচিদের বজ্র-হাড়
উঠেনা আর উচ্চ হয়ে হায়দারের জুলফিকার
শান্তি-রাজ্য মুঠোয় পুরে হাসছে তুমুল বৃত্তাসুর
জাহেলিয়াত এসেছে ফের, খালিদেরা নির্বিকার।


জয়-জয়াকার চতুর্দিকে ধূর্তবাজী শিখন্ডীর
ক্ষুদিরামও মুচকি হেসে অল্প দামে বিকোয় শির
ফাঁসির দঁড়ায় উড়ে নিশান,  তাকিয়ে থাকে ধর্মরাজ
অম্লপীড়ায় পালিয়ে বেড়ায় পাঞ্জা-লড়া মল্লবীর।


ঘুমিয়ে গেছে অশ্বত্থ তলায় অশ্বারোহী বখতিয়ার
অর্জুনের তীরের ফলায় জং ধরেছে তিক্ততার
আযাযিলের বি-পথ ধরে টানছে কেয়ামতের দিন
রক্ত চেঁটে মিটে পিয়াস রক্তচোখী প্রগল্ভার।


হায় ওমর-------
হারিয়ে গেছে কোথা তোমার বীর-গাঁথা ন্যায়-ইনসাফ
পূত্র হয়েও শাহমা যেথায় শাস্তি হতে পায় নি মাফ
খাবলে ধরে ঝান্ডা তোমার ছিঁড়ছে দেখ শকূণ-বাঁজ
দুনিয়া আজ বদলে সাজে অত্যাচারীর কোহেক্বাফ।


কৃষ্ণ-বুদ্ধ মগ্ন ধ্যানে, এলো ফিরে দ্বাপর কাল
দিনে দিনে হচ্ছে পুরু কংসরাজের পিঠের ছাল
বিচার-বাণী বইয়ের পাতে কেঁদে-কেঁটে ভাসায় বুক
স্বেচ্ছাচারীর নগ্ন হাতে ন্যায়ের দন্ড টাল-মাটাল।।