দানবের কালো পাখা ছেয়েছে আকাশ
সূর্য বলয় জুড়ে লেগেছে গ্রহণ,
নীল বিষে কাতরায় পৃথিবী আমার
সয়ে কাল কেউটের বিষ-দংশন।


খুদিত কবরে কতো ভীড় করে লাশ
চিতায় কঙ্কাল পোড়ে, কি বিভৎস দহন!
হাশরের মতো ছোটাছুটি, কেউ নয় কার
মুমুক্ষু পৃথিবীর বুকে বেদনা, ক্রন্দন।


ক্রমে আরো ভারী হয় দুঃসহ কাল
দিক জুড়ে শংকা ভীতির ত্বরণ,
দিগজ্ঞান হারা যেন নাবিকের হার
মাস্তুল বেয়ে নামে আঁধার ক্ষরণ।


দানবের কোলাহলে কেঁপে উঠে ভিত্
বুকচেপে দুধ-শিশু মায়ের মতন
পৃথিবীর কাঁদো চোখে জাগে হাহাকার
অসীম শূন্যে চেয়ে মাগে নিরসন।।