নির্বোধ পাহাড়ের তলে নিশ্চল নুড়ি
আচমকা পেয়ে জলের সুড়সুড়ি
উদ্দাম খরধারার সাথে কলকল
কথা কয়, আনন্দে ভাঙে চুরে জল
নয় উৎসমুখী, ধেয়ে সে যায়
প্রবলের তোড়ে ; অজানায়
তারপর কোন একদিন অবশেষে
পথচলা থেমে যায় তার
জলের অভ্যন্তরে থেকেও চির অভুক্ত,
ভুলে তারে বহমান জল, স্থবির পাহাড়
কাল যায় কালান্তরে,
জমে বালুরাশি-কণা তাকে ঘিরে
মাথা তুলে একদিন জেগে উঠে নয়া চর
নুড়ি রয়ে যায় গোপন নতুনের বুকের ভিতর।।