অঘোরে ঘুমিয়ে গেছো চাঁদ
আমি জেগে গুনি প্রেমের প্রমাদ
জ্বলজ্বলে তারা হয় আশাগুলো
খুঁজে ফিরে আকাশের কাঁধ।


থরথর কেঁপে উঠে শিহরণে
নিভু-জ্বলা দীপালির শিখা মনে
হাতের রেখায় তুমি ছিলেনা তবু
রাণী হয়ে গড়েছো প্রাসাদ।


ফুল ঝরে গেছে বনে অবসাদে
ডালে বসে ফাগুনের পাখি গায় কেঁদে
দখিনের হাওয়া নিয়ে এসেছিলে তুমি
গেছ চলে দূরে না মিটিতে সাধ।


অঘোরে ঘুমিয়ে গেছো চাঁদ।