হারাই হারাই করেও তবু রাখছি ধরে বুকে যারে
তারে ছাড়াই হারিয়ে যাবো নতুন কোন অন্ধকারে
একটা গ্রহ পর হবে যে, একটা গৃহ ম্লান
আঁধার বিন্দু নিতল আলোয় করবে আলোর স্নান
থাকবে পরে সকল মায়া তার পায়েরই কাছে
বৃন্ত ঝরা রক্ত কুসুম ছড়িয়ে যেন আছে
মায়া চিতায় হৃদয় দহন, ঝরবে নয়ন রোদন ভারে
তারে ছাড়াই হারিয়ে যাবো নতুন কোন অন্ধকারে।


আসবে প্রভাত, আসবে দুপুর, সূর্য যাবে অস্তপারে
দিবস নিশির বলয় রেখায় ফিরবে সময় চক্রাকারে
একলা পথের যাত্রী হয়ে, একলা বেধে সুর
কোন সে পথিক ছুটলো কোথায় কোনবা অচিনপুর
জানবে না তা মাটির ধরা, রাখবে না খোঁজ কেহ
হারিয়ে যাবো, ছাড়িয়ে যাবো মোহন আদর স্নেহ
স্মৃতির মলিন পৃষ্ঠাগুলো পড়বে ছিঁড়ে কালের পাড়ে
তারে ছাড়াই হারিয়ে যাবো নতুন কোন অন্ধকারে।।