ঝুড়ি ভরে রাখা ছিল পাকা পাকা কলা
কলা খেতে গিয়ে খোকা খেলো কানমলা
করে আছে মুখভার,
মা'র সাথে আড়ি তার
সে-ই থেকে অভিমানে নেই কথা-বলা।


মনে মনে ভাবে খোকা খাবে নাকো আর
ড্যাবড্যাবে কলাগুলো ডাকে বারবার
চলে আসে জিভেজল
চোখ করে ছলছল
ভ্যাবাচেকা খায় খোকা শুনে মা'র গলা।


মা যে তার খুব বোকা বুঝে নাতো কিছু
সারাক্ষণ লেগে থাকে শুধু পিছু পিছু
কি ওমন হয় খেলে!
আমি বুঝি নই ছেলে!
খোকা কাঁদে ফুঁপিয়ে, চোখ টলটলা।।