লক্ষ্য করছি আমরা যারা লিখছি তারা প্রেমানুভূতির সুখময় দিকগুলোর চেয়ে বেদনাঘন আবেগটাকেই বেশী প্রাধান্য দিয়ে লিখছি। কেন? বেদনাকথনে হৃদয় হালকা হয় বলে? তা হয় জানি। কখনো সুখস্মৃতিও তো হৃদয়কে হালকা করে, অনুপ্রানিত করে সহিষ্ণু হবার। ধনাত্বক হিসেবে মনকে ভরপুর করে তোলে। অন্যের সুখস্মৃতি রোমন্থনের মধূরস চেখে নিজের দুঃখ ভোলার ইচ্ছে হয়। কিন্তু তেমন লিখা পাচ্ছি কই??