জাগি-জাগি করে রয়েছে ঘুমায়ে অর্ধমৃত প্রাণ
চোখের পাতে বেড়ায় খেলে পাপাচারী শয়তান
আড়মোড়া দিয়ে জাগবি রে কবে
জমিন ছেয়ে গেল লহু আর শবে
পোড়া ঘুম তোর পুরা হবে কবে, জাগবি মুসলমান
তোর ঝান্ডা দেখ লুটায় ধুলে, উড়ে পাপীর নিশান।।


শকুনে শকুনে ছেয়েছে আকাশ, হায়নারা দলে দলে
তোদের বুকের রক্ত লইয়া পিশাচের খেলা খেলে
বুকের নিঃশ্বাস দ'লে যায় পায়ে
মরণের দোলা দোলে ডানে-বায়ে
অত্যাচারীর পদঘায়ে তবু বুঝি হয়না বিবেক-জ্ঞান!
আর কত স'বি, কত পরে র'বি সয়ে শত অপমান।।


জিহাদের বাণী শোনায় তোদের পীড়িতের আর্তনাদ
তপ্ত শোণিতে লিখিতেছে ধরা এ সু-মহান সংবাদ
নয় কাপুরুষ, তোরা বীর-জাতি
সিনায় জ্বালায়ে ন্যায়ের বাতি
আঁধারের রাতি কাটিয়ে তোরা ভোরের রশ্মি আন্
তোদের বজ্র-থাবায় পাপীর স্বর্গ হোক গোরস্থান।।


ভিটা-মাটি-ঘর আঁকড়ে ধরে ভুলে দ্বীনের ডাক
কার রাঙা-চোখ দেখে তোরা ভাই হয়ে গেলি নির্বাক!!
পাষন্ডদের ওই রক্ত-কেলী
দেখে কি তোরা ভড়কে গেলি!
আলী হায়দার-ওমর ফারুক-খালিদের রাখ মান
পদানত কর হিঁচড়ে টেনে, এ যে সময়ের আহ্বান।।