তোমায় খুঁজে পেলাম সাথী
অনেক দিনের শেষে,
কোথায় ছিলে, কেমন ছিলে
কোন্ সে অচিণ দেশে।
কোন্ সুদূরে লুকিয়ে ছিলে
কোন্ সে মায়ায় ভুলে,
ভিড়িয়ে ছিলে মনের তরী
কোন্ সাগরের কুলে?
সেই দেশে কি ছিল তোমার
আমার মতন কেহ?
আকুল প্রাণের ব্যাকুল দোলা
এমনি আদর স্নেহ!
এমনি মধুর ভালবাসা
ব্যথার কুসুম-দল,
বিছিয়ে কি কেউ চলার পথে
ভরতো বুকের তল?
হৃদয় কানন উজার করে
গাঁথতো কি কেউ মালা,
রাখতো ঢেকে হাসির ছলে
বুকের দহণ জ্বালা?
চেয়েছিলাম তোমায় সাথী
প্রাণের দোসর করে,
দু' হাত পেতে দাঁড়িয়ে ছিলাম
তোমার প্রাসাদ দোরে।
পায়নি তোমায় ভিখারীনি,
নিজন বুকের ঘর,
বাউরী হাওয়ায় নিত্য দোলে
ধূসর বালুর চর।
হারিয়ে ছিলাম তোমায় আমি
চোখের জলের মতো,
জলের ধারা শুকায় তবু
শুকায়না যার ক্ষত।
হারিয়ে ছিলাম তোমায় আমি
নদীর উজান স্রোতে,
আজ ফিরেছো ভাটার দিনে
সুখের ঝালর হাতে।।