ও মাঝি....
আমার ঘাঁটে তোমার পানসী ভিড়াও
তোমার সাথে যাবো আমি
                               দূরের অচিন গাঁও
তোমার পানসী ভিড়াও....


ও মাঝি....
পর হইলো সংসার আমার
                                  পর হইলো ঘর,
সকল সাধের হইলো মরণ
                                  ব্যথায় নিরন্তর..
মন টেকে না এ-দেশ আমার
                                 সঙ্গে লইয়া যাও...
তোমার পানসী ভিড়াও....


ও মাঝি.....
বুকে জ্বলে নরক জ্বালা
                           সুজন-হারা দেশে
হিয়ার বাঁধন প্রাণের সুজন
                           ছিঁড়লো বিনা দোষে..
আশার কবর দিলাম মাঝি
                           সুখের স্বপনটাও...
তোমার পানসী ভিড়াও.....