÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷


আজি একাকী কাটেনা দিবস-যামিনী
বিবশ পরাণ বেদনায়,
ধরা দাও সখি মনের ভুবনে
দেখিবো আরশি-নয়নায়।
মিটাইবো ক্ষুধা স্মরন সুধাতে
বরন করিবো বাসনায়,
হিয়ার কাঁপনে মাখিবো যতনে
মজিয়া ধ্যায়ানে-সাধনায়।


অমরার বুকে ভাসাইবো তরী
হাত ধরো সখি এসে,
ধ্যায়ান-লোকে বাজিবে সংগীত
দুজনারে ভালবেসে।
খেয়ালী ভুবন, বে-খেয়ালী মন
দিবে পাড়ি অনিমিষে,
স্বর্গদ্বারীরা খুলিবে দুয়ার
কুর্নিশে-শুভাশিষে।
বহিবে জোয়ার দুকুল ছাপিয়া
মুকুলে-মুকুরে ঘ্রাণ,
মাতাল পবন করিবে ব্যজন
বেদনামথিত প্রাণ।


সুবাসে ভরিবে ফুল-মঞ্জরী
ফুলবানে ফুলবন,
পত্র ঝরায়ে রচিবে গালিচা
জানাইতে আমন্ত্রণ।
একাকী আমি প্রহর কাটেনা
হাত ধরো সখি এসে,
ধ্যায়ান-লোকে সৃজিবো তোমায়
দুজনায় ভালবেসে।।