÷÷÷÷÷÷÷÷÷(^_^)÷÷÷÷÷÷÷÷÷÷÷


খুশির খবর দেই তোমাদের
তোমরা সবাই যাও শুনে,
অবশেষে হলাম পিতা
অনেক প্রহর-দিন গুনে।
আমার ঘরে পড়লো ঝরে
আকাশ-ভােলা এক তারা,
স্বর্গপুরীর দ্বার খুলে তাই
নামলো খুশির বান-ধারা।
ছোট্ট বাবু একটু কেঁদেই
করছে কাবু মন সবার,
একটু হেসেই এক নিমেষেই
নিচ্ছে দখল হৃদয়টার।
হাত-পা ছোঁড়ে দাদীর কোলে
অবোধ ভাষার মধুর সুরে,
কয় কথা আর অবাক চোখে
তাকায় এ-পাশ ও-পাশ ফিরে।
চুপটি করে ঘুমিয়ে পড়ে
মায়ের কোলে খানিক পর,
কচি দেহ দেয় ভরিয়ে
পূর্ণ মায়ের বুকের ঘর।
দাদুর মুখে আনলে হাসি
নানুর প্রাণে সুখের বর,
চাচ্চু-ফুফু, খালা-মামার
কাড়লে ভালবাসা-আদর।
রাজার কুমার কোথায় তোমার
ঢাল-তলোয়ার, ধনূক-তীর!
ফোঁকলা মুখের হাসি দিয়েই
হলে হৃদয়-জয়ী বীর।।