এ-পাড় আমি বসে আছি, ও-পাড় আমার ঘর
মধ্যখানে নীরব নদী বইছে নিরন্তর,
আকাশটা তার ছায়া ফেলে আয়না-সম জলে
শান্ত নদীর জড়িয়ে গলা মনের কথা বলে।
এ-পাড় বসে ভাবি একা ওই আকাশের মতো
বলবো আমি জলের সাথে মনের কথা যতো,
হায়রে কপাল! স্রোত বয়ে যায়, জলে লাগে টান
শুনতে তার নেই অবসর আমার ব্যথার গান।
এ-পাড় আমি বসে আছি, ও-পাড় আমার ঘর
কুলে বসে আপন মনে ভাবছি অবান্তর,
ও-পাড় পাড়ে ঘরখানি মোর কাশের বনের আঁড়ে
ঘাড় উঁচিয়ে ছাতিম তরু শুণ্যে মাথা নাড়ে।
হাতছানি দেয় ঘাটের তরী স্রোতের ধারায় দুলে
বলে ও-পাড় চল্ ফিরে যাই লগির বাঁধন খুলে,
উদাস নয়ন শুণ্যে উড়ায় স্মৃতির রঙিণ ঘুড়ি
দীর্ঘশ্বাসের ঝাপটা বহে বুকের বলয় ফুঁড়ি।
ওই সেখানে ঘরখানি মোর মোহ-মায়ার কারা
আমি এ-পাড়ে রই একাকী এমন লক্ষীছাড়া।।