$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


রণ ঝন ঝন শিকল ভাঙ্গার শব্দ যে যায় শোনা
কার বাহুতে জেগেছে বল ভেদ করে বঞ্চনা,
লৌহ-কড়ার ঘা-আঘাতে রক্তমাখা হাতে
বাজায় ভেরি কোন সে দামাল অন্ধ-ভয়াল রাতে।
শোনিত-উছল কার ধমণী, দৃপ্ত মুঠিতল
আগল ভাঙ্গার গান কে শোনায় যৌবন-চঞ্চল,
কোন্ সে দ্রোহীর বজ্রাঘাতে উঠছে ত্রাহি রব
শুষ্ক মরুর বালির বুকে প্রলয়-তান্ডব।
জানে এ বসুন্ধরা.....
তুই সে দ্রোহী, বীর সাহসী, ইস্পাতে বুক মোড়া,
তোর ঘায়েতে টলবে পাহাড়, অত্যাচারীর ভীত
থরথরিয়ে কাঁপবে দেখিস্, ছিনিয়ে নিতে জিত।
আাকাশ-বাতাস-মাটি....
তোর মুক্ত প্রাণের ঘ্রাণে হবে ন্যায়ের দূর্গ-ঘাঁটি,
লোভীর চিতায় জ্বলবে আগুন ফুৎকারে তোর বীর
হুংকারে তোর লাগবে কাঁপন জালিম সমষ্টির।
বীর সেনানী, শিবিরে তোর জাগবে কোলাহল
নতুন আলোয় পালাবে সব শিয়াল-পেঁচক দল।।