@@@@@@@@#####@@@@@@@@


হাটের কোণায় বটের তলায় বুড়ো গণক বসে
হস্তরেখার জটিল হিসেব খুব সহজেই কষে
হাসেম আলীর খেয়াল ভারী, হাত বাড়িয়ে বলে
দেখেন দেখি গণক মশাই ভাগ্যটা কোন হালে?
গণক বুড়ো হাত দেখে তার অনেক খেয়াল করে
নাকের ডগায় চশমা চেপে, গলা খানিক ঝেড়ে
-হাতের রেখায় দেখি কেবল শণির উপর শণি
তার উপরে বউ দেখি তোর বেজায় অলক্ষুণী
পায়ে পায়ে শত্রুরা সব থাকে যে ওৎ পেতে
ক্ষতির চিন্তা সদাই তাদের মাথায় থাকে গেঁথে
পুত্র-স্বভাব গোয়ার আর বেয়াড়া তোর কন্যা
রাহু-কেতুর স্পষ্ট প্রভাব, গ্রহ সদয় হন না।
আয়ুর রেখায় আছে তিনটে ভীষণ রকম ফাঁড়া
বাজার-মন্দা হবে ব্যবসায়, জোত-জমি হাতছাড়া
বইয়ের পাতা উল্টে গণক কপালে ভাঁজ ফেলে
বলল- দেখি এমন দশার উপায় কোথায় মেলে
এই পেয়েছি, শাস্ত্রমতে নকশা এঁকে তবে
তাবিজ বেঁধে রাখলে হাতে আছড় কেটে যাবে
মুচকি হাসে হাসেম আলী, হাতখানা লয় টেনে
হাঁ হয়ে রয় বুড়ো গণক তার সকল কথা শুনে
ভিটে ছাড়া ব্যবসা-বিষয় নাইতো কিছুই মোটে
পরের ঘরে খেটে পেটের অন্ন-আহার জোটে
পেটের ক্ষুধাই শত্রু ভীষণ, শত্রু কোথায় আর!
লড়াই করে তারই সাথে হলো জীবন পার
তিন বিবি তার হলো গত, আটকুঁড়ে কয় সবে
তিন কুড়ি সাল গেলে কেটে হাসেম আলীর কবে!
বুড়ো হাসে কাষ্ঠ হাসি কপালটাই আজ পোড়া
গ্রহের ফেরে আগ-বাজারেই জুটলো 'ঘাটের-মরা'।।