***      ***      ***


একে একে ঝরে যায় কূঁড়ি-ফুল
একে একে নিভে যায় সব তারা,
ধীরে ধীরে মুছে যায় স্বপনের রঙ
গতিহীন হয় জলধারা।
দিনে দিনে ফুরোয় বসন্ত
চৌচির পথ বেয়ে নেমে আসে খরা,
সাদা খামে ভরে নিয়ে আসে চিঠি
অ-দমিত ডাক-হরকরা।
চুপিসারে আসে ধেয়ে এক গ্রহ
কে রুখে তার অমোঘ গতি!
তবু আবেগের সব দ্বার খোলা রেখে
না-পাওয়াতে খুঁজি পাওয়ার একরতি।।