মুটের মাথায় চটের বোঝা,
অন্ধকারে চশমা খোঁজা,
শাকের তলায় মাছ কে গোঁজা!
বল্ তো দাদা কোন টা সোজা?


প্রিয় লোকের কথার আড়ি,
অনাহারীর শূন্য হাঁড়ি,
মহাজনের মিথ্যে জারি,
বল্ তো দাদা কোন্ টা ভারী?


কে সে জ্ঞানী বল্ তো দাদা?
হাত ভারী যার হাতিয়ে চাঁদা,
চড়িয়ে যে খায় হাজার গাধা,
তর্কে জিতেন বুদ্ধি-ফাঁদা!


বল্ দাদা কে কর্মনাশা?
মাড়ায় যেজন কলার খোসা!
কাজে না হোক কথায় খাসা!
মাথায় অতি-বুদ্ধি ঠাসা!
!!!!!::::::::!!!!!!::::::!!!!!:::::::::!!!!!!:::::::::!!!!