(আমি তার যতোটা শত্রু, সে আমার ততোটাই প্রিয়- এমনই একজনের জন্মদিন আজ--- তার প্রতি উৎসর্গীকৃত এই কবিতা...)
-----------------------------*****--------------------


নিশিত রজনী গিয়েছে কেটে, কেটেছে সুবহে সাদিক
রাঙ্গা অরুণের হাতে হাত ধরে আলোয় ফুটিল দিক
দিগন্তের সাথে গলাগলি করে দাঁড়ায়ে যে দূর গ্রাম
তারি কপালেতে সূর্যের টিপ হাসিতেছে অবিরাম
ভোরের পাখিরা কিচিমিচি স্বরে মেতেছে কলতানে
ভোরের হাওয়া চলেছে বয়ে, থামা কভু সে না জানে
হয়তো প্রতি প্রভাতই সাজে গায়ে মেখে নবারুণ
আজকের এই প্রভাত সেজেছে নব সাজে শতগুন
আজ তোমার জন্মদিন........
স্বপ্ন-কুহক আবেশ জড়ানো স্মৃতিময়-অমলিন।


এমনি এক দিনে.....
মধু চিৎকারে ধরনীর প্রাণ নিয়েছিলে তুমি কিনে
স্বর্গপুরীর পথে যেতে যেতে চলে এলে ধরাতলে
স্বর্গ ভুলা স্বর্গ রানীরে ধূলি-ধরা নিল কোলে
গুটিগুটি পায়ে দিয়ে পথ পাড়ি এলো চলে সেই দিন
ধরনী তাই সকল আশিষে শুধিতেছে তার ঋণ
আজকে ধরাতে যত ফুল-বাস, যত রঙ পাপড়িতে
যত হাসি-গান, যত সুর বাজে যত মধু সংগীতে
যত ভালবাসা বহে প্রাণে প্রাণে, যত স্নেহ-শুভাশিষ
যত সুখ-স্রোত মধুরতা নিয়ে প্রবাহিত অহর্নিশ
সবটাই তার তোমার প্রাণেতে তোলে যেন শিহরণ
ভুলে গ্লানী-জড়া পদতলে ধরা দেয় যে নও-ভূবন।


আজ তোমার জন্মদিনে.......
বাকী নাই বুকে শক্তি-বিন্দু কথার সিন্ধু বিনে
তারি তল হতে মুক্তা তুলে গেঁথে মুক্তাহার
ভালবাসা-জল ছিটায়ে তাতে দিলাম উপহার
যত ব্যথাভার সকলি আমার, তুমি শুধু নাও প্রাণ
ধূপ যাক্ পুড়ে, তোমার তরে রইল ধূপের ঘ্রাণ।।