স্তব্দ জোয়ার,  থেমে গেল বুঝি  স্রোতের  কলতান
মাঝি, নোঙর তোল, এবার সময়, নিতে হবে প্রস্থান
শ্যাঁওলা ঘিরিছে জাহাজের তল, শুণ্যে ভাসিছে হাল
এ বন্দরের মিছে মায়াঘোরে কেটে গেছে বহুকাল
মাঝি, এবার নোঙর তোল...
আড়মোড়া দিয়ে উঠে ধর হাল, মাটির মায়া ভোল
যেতে  হবে ভাই  রত্নের  খোঁজে  নব দিগন্ত  পাড়ে
বিলোতে হবে ফিরে এসে ফের অভাবীর ঘরে ঘরে
মনুষ্যত্বের রত্ন এখানে বাঁধা পড়া আছে কোষাগারে
হীনমন্যতার ছড়াছড়ি তাই কথা-কাজে-ব্যবহারে
ন্যুব্জ  এখানে মানবতা-শির, মিথ্যেয় পাতা ফাঁদ
উপেক্ষিত  আজ  ঐশী  বাণী,  ধর্মের  মতবাদ
পানির  মূল্যে  রক্ত  বিকোয়  হরদম  যথা - তথা
কাঁটেনা  আঁচড়  কঠিন  হৃদয়ে  মৃত্যু-  বিভৎসতা
হেসে-খেলে এখানে হায়....
ন্যায়ের বুকে নীতিহীনতার ধারালো ছোঁড়া চালায়
বিবেকের ঘরে পড়েছে এখানে অশণির কালো ছায়া
বিবাদে - বিভেদে  একতা চূর্ণ,  শুণ্যের ঘরে হায়া
শোষণে-শাসনে তিক্ত এখানে হৃদয়ের জানাজানি
কলুষ - সমাজে মিথ্যা  জয়ী,  সত্য  টানছে ঘানি
ব্যথার আওয়াজ বহু ক্ষীণ যেথা, বাজে না কারো কানে
ঘোর তামাশায় লীণ হয় যেথা আর্তনাদের মানে
সেই  বন্দরে  রয়েছিস  পড়ে! এবার নোঙর তোল্
মুল্যবোধের অভাব তাড়াতে মায়ার বাঁধন খোল্।।