::::::::----!!!!!----:::::::----!!!!!----::::::----!!!!---:::::---!!!!!


আর কত দিন! আর কত সহা অপমান-অপবাদ!
ভাবছ বুঝি ইস্পাতে গড়া সবুরের বেড়া-বাঁধ?
মজলুমের প্রাণ প্রাণ বুঝি নয়, হেলা-ফেলা বুঝি তাই?
নিষ্পেষণের যাঁতাকলে ফেলে হেসে করো বড়াই!
ভেঙ্গেছে ধৈর্য বাঁধ....
প্রতিঘাতের প্রতিশব্দ শোনাতে জেগেছে মনেতে সাধ
হাড়ে হাড়ে আজ ঠোকাঠুকি করে জেগেছে রক্ত বান
মরণের ফেরে গিয়েছে ভুলে জীবনের জয়গান।
এতদিন ধরে শুনেছে কেবল পীড়িত আর্তনাদ
এবার পালার হবে যে বদল, তারাও যাবেনা বাদ
অত্যাচারের কষাঘাত যারা হেনেছিল দূর্বলে
জুলুমবাজীর ফাঁসির রশি দিয়েছিল যারা গলে
ক্ষমতার ঘোরে অন্ধ যারা, সমতার টুটি চেপে
ক্ষ্যাপা শ্বাপদের হিংস্রতা নিয়ে উঠেছিল যারা ক্ষেপে
তাদের বুকে ও পিঠে....
পাদুকাঘাতের আওয়াজ যেন নিদারুন হয়ে উঠে
ফিনকিতে ছোটা রক্তেরে দেখে দেয় যে হাততালি
সমুখে জোড়ে দু'হাত হাসিতে, পশ্চাতে দেয় গালি
লুটেরার দলে তোয়াজে-তোষণে বাহুতে জোগায় বল
দেয় আস্কারা মাথাচাড়া দিতে ভন্ড-কপট-খল
শোনাও দুঃসংবাদ.....
মরার দলে যারা ছিল কাল আজ তারা জল্লাদ
তাদের হাতেই বিচারের ভার, তাদের হুকুম-রায়ে
গলায় উঠবে ফাঁসির রশি, হাতে কড়া, বেড়ী পায়ে
এতদিন যারা ছিল দমিত অবনমনের ভারে
আজ তারা শির করেছে খাড়া, হাঁকছে সমস্বরে
নব জাগরণে জেগেছে ওরা সময়ের প্রয়োজনে
রক্তচক্ষু রুখবে তাদের! ভাবার নেই আজ মানে।