চাঁদের তাঞ্জামে চড়ে এলো রে খুশির ঈদ
চল ঈদগাহে, বল তাকবীর ওগো আবিদ।


করে কোলাকুলি, হাতে ধরে হাত চল ময়দানে
নেই ভেদাভেদ, আজ সবে এক হৃদয়-বন্ধনে
মুসলিম মোরা, মোরা ভাই-ভাই, এক উম্মিদ
অহমিকা ভুলে পূর্ণ করো দিল-মসজিদ....।।


করো বাটোয়ারা তামাম্ খুশি এক পাল্লায় মেপে
প্রীতি-ভালবাসা, শ্রদ্ধা-স্নেহে, সৎকাজ-সদালাপে।


ফুটাও হাসি ইয়াতীম-মুখে ওগো হাবীব
রাসূলের শিরে রাখো হাত আজ খোশ-নসীব
শান্তি-আবেশে ভাসুক সময়, ভরুক হৃদ
ঈমানী বলে করো আজ ভাই দিল-শাদীদ।


নতুন জামায়, ফিরনী-ক্ষীরে, গোলাব-আতর বাসে
ভুলিলে কি তুমি স্বজন তোমার অভুক্ত রয় পাশে!

কপাল ভাঁজে পড়েছে যার দুঃখের দাগ
তারে পেতে দাও তোমার হতে খুশির ভাগ
খালেস মনে দ্বীন-ইসলামের হও মুরীদ
খোদার হুকুম আর রাসূলের শোনো তাগিদ।


চাঁদের তাঞ্জামে চড়ে এলো রে খুশির ঈদ
চল ঈদগাহে, বল তাকবীর ওগো আবিদ।।