------------------------


আর একটু এগুলেই ছোঁয়া যাবে মৃত্যুর আঁধার দুয়ার
রক্তের আগুন বেয়ে বেয়ে আসবে নেমে হিম-শীতলতা
নিষ্পলক চোখের তারায় চলমান পৃথিবী হয়ে যাবে স্থির
এক নদী রক্তের বিনিময়ে অফুরান "আবে-কাউছার"!


নির্মল কিছু বুকে অগ্নিলাভার বিনিময় "আরশ-ছায়া"!
কিছু হিসেবের খাতা এলোমেলো করে "বে-হিসেবি পার"!
শান্তির ধারা-বাহে ঢেলে ঢেলে কলঙ্কের গাঢ় কালি
হাতের মুঠিতে কেবলই চিরসুখী-অমোঘ-হায়া!


কে দিলো এ বিধান, কার হাত বিলায় এ লোভ!
কর্ণ-চক্ষু-মগজে কে ঢালে অহর্নিশ মধু-মেশা বিষ!
ধর্ম সাথে মানবতা পিষে ভয়াবহতার জগদ্দল-তলে
মানুষের রূপে এসে মানুষেরে করে তোলে দৈত্য-দানব।


শান্তি আমার ধর্ম, আত্মায় দিতে হবে স্থান আজ তার
প্রাণ সংহারে নয়, প্রেম-প্রেমে ছড়াতে হবে নুর-দ্যুতি
কারো কালো হাতের পাপ-ধূল, অসূচি নগ্ন থাবায়
হবেনা ম্লান এ উজালতা, খোদ-প্রভু বয় তার দায়ভার।