রক্ত নদী বইছে বলে কিসের শংকা কিসের মাতম
ইসলামের আজ শত্রু যারা হোক খতম,
                                                  আজ হোক খতম
মৃত্যুভয়ে যায় না নুয়ে মুজাহিদের উচ্চ শির
ক্বলব বাঁধা পাক কালামে, কন্ঠে তুলে সে তাকবীর
বেদম ঘাতে চূর হয়ে যাক্ অত্যাচারীর শক্ত ভীত্
রক্ত দেখে মরণ-ভয়ে চেঁচাক্ যতই নীচ-অধম
ইসলামের আজ শত্রু যারা হোক্ খতম,
                                                   আজ হোক খতম।


ইসলামেরই নাম নিয়ে যে মাখায় কালি অঙ্গে তার
রক্তে তারই হোক্ পূতঃ ফের, হোক্ প্রতিফল ধৃষ্টতার
যাক্ তলিয়ে নর্দমাতে গর্দানে যার পাপের ভর
আর্তনাদে যাক্ বদলে অট্ট হাসির ভয়াল স্বর
বজ্রধমক দিক্ শুকিয়ে মিথ্যাচারীর কলজে-পীত্
সত্যাসত্যের বুঝতে ফারাক হয়েছে যার মতিঃভ্রম
ইসলামের আজ শত্রু যারা হোক্ খতম,
                                                   আজ হোক্ খতম।


কীট আর কূটে করছে ঝুঁটে নিরীহদের প্রাণ বিনাশ
জিহাদী নয়, মুখোশধারী ভন্ড-বাজীর করছে চাষ
নয় এ যে হায় জং-এর নীতি অস্ত্রহীনে করবে লাশ
মুজাহিদের নাম ভাঙ্গিয়ে শান্তভূমে হানছে ত্রাস
জং'র ভীতি যাক্ পালিয়ে, টগবগে হোক্ লাল শোনিত্
হোক্ আগুয়ান আগ্নি-তুফান মাড়িয়ে চলুক্ জোর কদম
ইসলামের আজ শত্রু যারা হোক্ খতম,
                                                   আজ হোক্ খতম।


ঝড়ের রাতি পেরিয়ে গেলে আসবে শান্ত নতুন ভোর
ঘাড় নেতিয়ে লুকাবে মুখ ধান্ধাবাজ আর চশমখোর
উজার ঘরে ফুটবে আলো, ঘুঁচবে সকল ভ্রান্তি-ঘোর
দ্বীনের শান্তি-শীতল ধারায় উঠবে ভরে বুক-পাঁজর
রণভেরীর ক্রুদ্ধ আওয়াজ ভুলিয়ে দিক্ ভুলের গীত্
হোক্ পরাজয় ধর্মপাপীর, ধর্মান্ধতায় যে জখম
ইসলামের আজ শত্রু যারা হোক্ খতম,
                                                  আজ হোক্ খতম।


ঢেউ উঠেছে সিন্ধুজলে, আছড়ে পড়ে ভাঙ্গুক তীর
রক্তচোষা সভ্যরূপী চপটেঘাতে হোক্ বধির
মোহে-লোভে অন্ধ যারা, ধার ধারেনা ন্যায়-নীতির
তাদের তালে তাল ঠুকে নয়, দ্বীনের ভাষা হোক্ জাহির
উগ্রতা নয় যোগ্যবলে বিজয় হবেই সুনিশ্চিত্
খোদা-দ্রোহীর ফাঁসির রজ্জু ভীষণ কষে টানুক্ যম
ইসলামের আজ শত্রু যারা হোক্ খতম,
                                                    আজ হোক্ খতম।।