------------০-----------


না, এ আকাশ আমার নয়,
আমার আকাশ হবে মেঘময় কিংবা
মেঘহীন ঝকঝকে সুনীল-নির্মল
এ ধোঁয়াটে আকাশ, এ ঘোলাটে আকাশ
সত্যি বলছি, আমার নয়।
বাতাসেও খুঁজে পাইনা আমার অস্তিত্ত্বের ঘ্রাণ
এখানেও অন্য কারো উগ্রতা
ছড়ায় অচেনা বিষগন্ধ
আমি কি বিলীন হয়ে যাচ্ছি অন্যতে?
ঠিকানাহীন, ভবঘুরে অবশেষে?
শুদ্ধতার হাড়-গোড়ে ঘূনের বাসা
কন্ঠনালীতে শাসনের পেরেক্
পক্ষাঘাতে রুগ্ন মস্তিষ্ক
তবু আমার আকাশটাই আবার
ফেরত চাই, ফেরত চাই আবার।।