বাহিরে এসেছে সর্প উদ্যত ফণা তুলে
নীল বিষের মত্ততা তার প্রতি ছোবলে
সাপুড়িয়া....
এবার বাজাও তোমার মরণ বীণ
ঝাপিতে পুরে লও এ মদমত্ত নাগীন
নৃসংসতা হতে বাঁচাও এ সভ্যতা
বড় মানবেতর কালের কবলে মানবতা।


সাপুড়িয়া...
উদ্যত ফণার সামনে ধরো মুঠিবাধা হাত
তন্ত্রে-মন্ত্রে করো নাগীনিরে বশ,
হাতের বাঁধন আর চুলের মুঠি খুলে
কোটি অসহায় মুখ দেখতে উন্মুখ হাতযশ।


সাপুড়িয়া...
তোমার কাঁধে চাপে আজ বিষ নামানোর দায়
নীল অঙ্গে স্পন্দিত হয় বাঁচবার অভিপ্রায়,
সঙ্গীন প্রাণেরে এনে দাও ভয়হীন জীবনের আস্বাদ
সাহসী থাবায় চেপে ধরো ফণা, করো মুক্তির আবাদ।।


~~~~~~~~~~~=======~~~~~~~~~~~~