ডোবার জলে হেলে-দুলে কচুরীপানার ফুল
ডাহুক পাখি বসে সেথায়
কেঁদে-কেটে বুকটি ভাসায়
শ্যাঁওলা যেন শীতল জলে ভিজিয়ে নেয় চুল।


মুখটি লুকায় ভোরের আলো হিম-কুহেলীর আঁড়ে
পাতায় পাতায় শিশির হাসে
পরশ মাখে সবুজ ঘাসে
বিরাট আকাশ নুইয়ে পড়ে দিগন্তের ওই পাড়ে।


হাল চালায়, ভাঙ্গে ঢেলা গায়ের কিষাণ ভাই
মাটির সাথে কয় কথা সে
প্রিয়ার মতই ভালবাসে
মাথার মাথাল, হাতের কাস্তে, জোয়াল-লাঙ্গল তাই।


চোখের কোনে স্বপ্ন জ্বলে জোনাক পোকার মত
সবুজ ফসল ফলছে ক্ষেতে
বাউরী বাতাস উঠছে মেতে
মৌ-বাসেতে মধূপ মাতাল, ছুটছে অবিরত।


পৌষ এসেছে হাতে নিয়ে খেঁজুর রসের হাঁড়ি
শীতের বুড়ি হিম-কুয়াশার
চাদর গায়ে আসলো আবার
হাড়ে কাঁপন জাগিয়ে সে যে ছুটছে মাঘের বাড়ি।।