এক-পা, দু-পা চলতে শিখে
খুশীতে আটখানা,
আমার খোকন সোনা।


খুশীর ঝিলিক মায়ের চোখে
স্বর্গ খুঁজে জড়িয়ে বুকে
চুম্ মেখে দু'গালে, বলে
তুই যে চাঁদের কণা,
আমার খােকন সোনা।


আগলে বুকে সাত-রাজার ধন
বুক ভরে মা রানীর মতন
কচি মুখের মিষ্টি হাসি
দেয় হৃদয়ে হানা,
মায়ের খোকন সোনা।


আনন্দের বান বয়ে যায়
বাবার বুকে, চোখের তারায়
খোকার পায়ের তলে বিছায়
স্নেহের চাদর খানা,
সে যে বাবার খোকন সোনা।।