ছা-পোষা পরিবারে ছারপোকারা বেশ পুষ্ট
তেলচিটে শার্টের কলার, ছেঁড়া আস্তিনে
নিবিড় সংসার,
তামাটে দেহের রক্ত শুষে
বাড়-বাড়ন্ত ওদের প্রস্থ জীবন।


হাড়-গোনা ক'টা শরীর, ক'টা তৈজস, আসবাব
তবু খামতি নেই স্বপ্নের, বেঁচে থাকার আকুতির
চোয়ালের হাড় বেয়ে তবু গড়গড় ঝরে হাসি
একমুঠো অন্নের ভাগাভাগি,
মাসিক হিসাবের খাতায় কাটাছেঁড়া
তবু সাধ্য ডিঙ্গানো সাধের অবুঝ মহামারি।


ছা-পোষা পরিবারে ফুলেফেঁপে থাকে আশা
ভাগ্যের কষাঘাতে অমলিন তবুও
তবু অধরা ছোঁয়ার অদম্যতায় দূর্বহ জীবন পোষা
বিন্দুর ভেতরে শুয়ে বিত্তের ছক কষা।