যদু আর মধু-তে খুব বেশী মিল
যদু যদি লাথি দেয় মধু মারে কিল,
তবু তারা মিলেমিশে করে দিন পার
দোষ পেলে যদিও নাই কোন ছাড়।


যদু আসে বাঁশ নিয়ে মধু নেয় ছুরি
ছাতি ঠুকে, লাফ দেয়, করে বাহাদুরি,
যদু যদি মারে খোঁচা মধু উঠে রেগে
চেঁচামেচি সোরগোলে তেড়ে আসে বেগে।


মধু যদি মারে ল্যাং যদু কেঁদে সাড়া
চিৎকারে থরথর কাঁপে গাঁও-পাড়া,
যদু আর মধু-তে তবু বেশ মিল
একে দেয় গায়ে থুথু, একে ছোঁড়ে ঢিল।