আকাশ-জমিনের অধিপতি প্রভু, সর্ব শক্তিমান
আমরা পাপী, আমাদেরে তুমি করো হেদায়াত দান
যুগ-যুগান্তে পৃথিবীর'পরে -
তোমার আশিষ রহমত ঝরে
কালে কালে তুমি তোমার পথে করে গেছ আহ্বান
এসেছে নবী-রাসূলগনে নিয়ে তোমারই ফরমান।


তোমার দ্বীনেরে দুনিয়ার বুকে রেখেছ সমুন্নত
বিরোধীর দন্ত-নখর আঁচড়ে হয়নি'ক বিক্ষত
তুমি সুন্দর, তুমি সু-মহান
তাবৎ সকলে গায় গুনগান
জাহানের যতো সৃষ্টি তোমার, করে সবে মাথানত
জ্ঞানান্ধেরা দেখে না মহিমা, বিদ্বেষে হয় রত।


কত সভ্যতা হয়েছে ধ্বংস পৃথিবীর ইতিহাসে
কত সম্প্রদায় হয়েছে বিনাশ কৃত-কর্মের দোষে
আ'দ, নূহ, লূত, তোব্বা, সামূদ
কেন'আন, কারুন, ফেরাউন, নমরূদ
পেয়েছে শাস্তি হয়েছে ধ্বংস পড়েছে তোমার রোষে
অত্যাচারীর দম্ভ-অহম্ গিয়েছে মাটিতে মিশে।


তোমার দ্বীনের রক্ষাকারী তুমিই তো প্রভু নিজে
তবু দেখি আজ উঠে সোরগোল মূর্খের দহলিজে
ফিতনা-ফ্যাসাদে চায় হেফাজত
বেদ'আত-ভুলেরে ভাবে ইবাদত
পাপী-গুস্তাখীর হুংকার শুনে শংকার জলে ভিজে
চোখ চেপে ভাবে গ্রহণ বুঝি লেগেছে সূর্য তেজে।


আমরা অধীন, আমরা অধম, আমরা গোনাহগার
অন্তরে দাও নূরের পরশ, ঘুচাও অন্ধকার
সাহস জোগাও দ্বীনকে বোঝার
ধৈর্য দাও হে, সত্য খোঁজার
আজ পাপের ধূলে আচ্ছাদিত পূণ্য-মানিক-হার
যেন দুনিয়াদারী মোহ-বশে হয়না জীবন পার।।


           ।০।        ।০।     ।০।       ।০।      ।০।