সব সয়ে যাই ধানাই-পানাই কর্ণে দিয়ে তালা
নিত্য শুনি ঘরের উনি বলেন- ‘বোবা-কালা!’
বাজারে যাই, শুনুন মশাই, আছে হরেক জ্বালা
সদাই পণ্যের মূল্য শুনে মনটা বলে ‘পালা’
পালাই কোথায়, ও-পাড় ছাড়া পথ দেখিনা খোলা
বুদ্ধি-বিচার লোপ পেয়েছে, বিবেক শিকোয় তোলা
অফিস পাড়ায় আদালতে আদা গেলায় নুনে
উপরি নিয়ে পকেট ভরে, ‘থু’ দিয়ে নোট গুনে
শিক্ষা-দীক্ষায় মেরু কেবল, দণ্ড গেছে নুয়ে
‘অটো’ পাশ আর ফটোশেসন, ফল পকেটে শুয়ে
গোড়া থেকে চূঁড়া অব্দি নীতি তাসের ঘর
দূর করে সব লাজ ও লজ্জা চাখে ঘি আর সর
সব দেখে যাই ক্যাবলা-নিমাই, জাতির যাত্রাপালা
ঘাড়ে বসে শোনায় কে যে ‘চুপ করে থাক্- শালা!’
জুজুর ভয়ে কুঁজো হয়ে রা’ করিনা ভয়ে
লবন যতোই ঢালুক্ ঘাঁ-য়ে, চামড়া গেছে সয়ে।