শিশির ভেজা ভোরে,
প্রহর গুনি অপেক্ষাতে
কিন্তু তুমি দূরে।
আসবেনাতো ফিরে,
তাইতো আমার জীবন জানি
যাচ্ছে ধীরে ধীরে।
কেমনে গেলে চলে?
শূন্য মাটির তলে,
তোমার হাতের গাছটাযে আজ
পূর্ন ফুলে ফলে।
সর্বদা সে তোমার কথাই বলে।
কবর থেকে এসব কথা শুনে,
আমায় যেনো একটু পড়ে মনে।।