মুখভার করে বসে আছে
মোর প্রিয়তমা,
বুকের মাঝে কষ্ট অনেক
রাখিয়াছে জমা।


কেন যে আমি রেখে এলাম
তারে একা ছাড়ি,
মনে মনে সে আমায় তাই
দিয়েছে যে আড়ি।


কয় না কথা আমার সনে
দেয় না ফোনে রিং,
উদাস মনে ভাবছি তারে
কষ্টে ভরা দিন।


লুকিয়ে রাখে চোখের মাঝে
অভিমানী জল,
গুমরে ওঠে মনের ব্যথা
আঁখি টলমল।


নাওয়া খাওয়া বন্ধ করে
বসে আছে ঘরে,
ক্ষণেক্ষণে কেঁপে ওঠে সে যে
ভালোবাসার জ্বরে!


মুখে খানা নাও ওগো প্রিয়া
অভিমান ভুলে,
আসছি ফিরে তোমার কাছে
নেব ঘ্রাণ চুলে!


বহুদূরে বসে বসে আমি
ভাবি তব কথা,
একসাথে যাবো বেহেশতে
থাক যত বাঁধা!


        _____♥_____


রচনাঃ- ১৩ / ৮ / ২০২০ ইং।
মেরুল বাড্ডা, ঢাকা।