খালা হলেন মায়ের মতো
আদর সোহাগ দেন,
ভাগ্নে ভাগ্নীর রাখেন খবর
যত্ন আত্তি নেন।


মায়ের মতো রাখেন তিনি
সদা আমার খোঁজ,
ফোনে সকল খবর রাখেন
নিয়মিত রোজ।


খারাপ কিবা দুখের কথায়
হন যে পেরে'শান,
আসেন ছুটে সবই ফেলে
আমরা তাঁহার জান।


খালার মাঝে পাবে খুঁজে
মায়ের সকল গুণ,
সদাই খবর রাখেন তিনি
বারেবারে শুন।


ধরা বুকে মায়ের মতো
নেই যে খালার তুল,
মায়ের পরে খালা চিনতে
করো না'কো ভুল।


           _____♦_____


স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১


রচনাঃ- ১১ / ৯ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।