আজানের সুর শুনে জেগে উঠি ভোরে,
তনু মন ভাবে ডোবে নামাজের ঘোরে।
মসজিদে গিয়ে মোরা জামায়াত ধরি,
কুরআন পড়ে মোরা দিন শুরু করি।


আজানের সুরে আসে জোহর নামাজ,
সালাতটা পড়ে করি দুপুরের কাজ।
নামাজের পরে আমি কাজে লাগি ফের,
দুনিয়ার সাথে চলে আখিরাত ঢের।


আজানের সুরে আসে আসরের ক্ষণ,
ফেলে কাজ পড়ি সবে নামাজ তখন।
নামাজের শেষে সবে বিকেলের পরে,
ফিরে যাই সকলেই যার যার ঘরে।


শিশুসবে যায় মাঠে হাতে নিয়ে বল,
খেলে তারা ভাগ হয়ে দল উপদল।
আজানের সুরে সুরে ডোবে রবিকর,
ছাত্রসবে পাঠে বসে নামাজের পর।


এশার সালাত আসে আজানের সুরে,
ডুবে যাই ফের সবে নামাজের নূরে।
এভাবেই কাটে ভাই আমাদের দিন,
আজানের সুরে জাগি আমরা মুমিন।


           _____♦_____


রচনাঃ- ১৪ / ৮ / ২০২০ ইং।
মেরুল বাড্ডা, ঢাকা।