বঙ্গবন্ধু মুজিবর, চিনলি না গো তারে রে
                      চিনলি না গো তারে,
শেখ মুজিবকে খুনীরা, গুলি করে মারে রে
                          গুলি করে মারে।


তাঁর শোকে বাঙালিরা, আজও কাঁদে দুখে রে
                       আজও কাঁদে দুখে,
জনগণ সবে আজও, ভাসে তাঁর শোকে রে
                       ভাসে তাঁর শোকে।


খুনীগণে পলাতক, আজও রয়ে গেছে রে
                        আজও রয়ে গেছে,
একদিন তারা সবে, ঝুলবে ফাঁসি কাষ্ঠে রে
                       ঝুলবে ফাঁসি কাষ্ঠে।


জনগণ দাও মন, দেশ গড়ে তোলো হে
                        দেশ গড়ে তোলো,
তাঁর স্মৃতি মনে রেখো, নাহি তুমি ভোলো হে
                        নাহি তুমি ভোলো।


বঙ্গবন্ধু মুজিবর, ছিল বড় গুণী হে
                        ছিল বড় গুণী,
শতবর্ষ ধরে আজও, তাঁর নাম শুনি হে
                           তাঁর নাম  শুনি।


মোরা সবে একি গাছে, ফুটে ওঠা কলি হে
                           ফুটে ওঠা কলি,
দল মত নির্বিশেষে, মিলেমিশে চলি হে
                          মিলেমিশে চলি।


         ____♦____


বিশাখ পয়ার ৮+৭+৬


রচনাঃ- ১৫ / ৮ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।