আমাদের দেশটাকে এসো ভালোবাসি,
মিলেমিশে গড়ে তুলি থাকি পাশাপাশি।
আজানের সুর ধ্বনি বাজে প্রতি ভোরে,
সিজদাতে মাথা রাখি প্রভুরই ডোরে।


আজান শুনিয়া আমি উঠি ভোরবেলা,
সালাত সারিয়া কাজ করি নাতো হেলা।
সারাদিন থাকি মাঠে করে যাই কাজ,
কাজ করে ভাত খাই নাই কোন লাজ।


আমাদের দেশটা যে ভারী অপরূপ,
এসো ভাই মিলেমিশে থাকি যেনো চুপ।
গোলাভরা ধান আর গোয়ালেতে  গরু,
সারিসারি পাশাপাশি মনোহারী তরু।


রূপে রসে মায়া ভরা মোর এই ভূমি,
শ্রদ্ধায় ভক্তিতে আমি মাটি তার চুমি।
পরতে পরতে যার  আছে গুণ বেশ,
অসংখ্য বীরের ভূমি প্রিয় এই দেশ।