চিকন চাঁদের হাসিতে ওই
ঈদুল ফিতর এলো
ঘরে ঘরে খুশির জোয়ার
নতুন মাত্রা পেলো।


ভোর সকালে গোসল সেরে
দিলাম মিষ্টি মুখে,
ঈদ আনন্দ সবার হৃদে
নাচে রে মন সুখে।


ছোটো বড়ো সবার মনেই
খুশির জোয়ার বহে,
ঈদ মোবারক ঈদ মোবারক
সবাই আজি কহে।


আতর মেখে সুরমা চোখে
জায়নামাজটা নিয়ে,
সবাই মিলে পড়ি নামাজ
ঈদগাহেতে গিয়ে।


ধনী গরীব সবার মাঝেই
ঈদের খুশি বিলাই,
বুকে টেনে কোলাকুলি
মুসাফায় হাত মিলাই।


            _____♦_____


স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২


রচনাঃ- ১১ / ৫ / ২০২১ ইং
২৮ রমজান, ১৪৪২ হিজরী
মেরুল বাড্ডা, ঢাকা।