মেলা বসছে খেলা জমছে
ওই সে পাশের গাঁয়ে,
খোকন সোনা জিদ ধরেছে
যাবেই হেঁটে পায়ে।


বসছে মেলায় অনেক কিছুই
ঘুড়ি, নাটাই, গাড়ী,
আজকে তাকে নিতেই হবে
নইলে দিবে আড়ি।


বাবার সাথে যাবে আজি
তাই তো মন তার খুশি,
খুশির চোটে নাচে খোকা
সাথে বোন তার তুষি।


চড়বে ঘোড়ায় নাগরদোলায়
চড়বে আরও হাতি,
মেলা হতে আনবে কিনে
সুন্দর ঝাড়ের বাতি।


অনেক দিন পর শীতের বন্ধে  
বসছে হরেক মেলা,
খোকা খুকু যাবে মেলায়
থাকবে সারা বেলা।


                 _____♦____



রচনাঃ- ১৬ / ৯/ ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।