কেন জানি আজ মন খারাপ
ভীষণ খারাপ!
কেন খারাপ তা জানি না
জানার ইচ্ছেও নেই!


জানতে হলে একটা ভালো মন লাগে,
এ মুহুর্তে তা আমার নেই,
তাই জানার ইচ্ছে নেই -
আর জেনেই বা কি লাভ!  


কেন জানি আজ মন খারাপ
ভীষণ খারাপ!


ইজি চেয়ারে বসে আছি চুপচাপ
দুলছি... দুলছি... কেবলই দুলছি,
তাকিয়ে আছি দৃষ্টি যতদূর যায়...
যতদূর... যতদূর..., কতদূর...?
সে তো বহুদূর... বহুদূর...!


সামনে খোলা দক্ষিণের বাতায়ন
শরতের শুভ্র আকাশ
ধূসর মেঘের আনাগোনা
এ ডাল থেকে ও ডালে
ছুটে বেড়ানো পাখির দল
কিচির মিচির পাখির ধ্বনি
দূর মাঠ থেকে ভেসে আসা
দুরন্ত গ্রাম্য রাখালের
মায়াবী বাঁশির অচেনা সুর,
আমাকে নিয়ে যায় দূরে... বহুদূরে
তেপান্তরের সীমানায়...
সুদূর অচিনপুরে!


আমি হারিয়ে যাই
হারিয়ে যাই হৃদয়ের অতল গভীরে!


এসব ___
এসব কেন যেন আমার মনটাকে অস্থির করে তোলে
ভীষণ অস্থির...!


আমার মনটা আরও খারাপ হয়ে যায়
ভীষণ রকম খারাপ।


হৃদয়ের ভেতরটা
কেমন যেন করতে থাকে
ছটফট ছটফট....!


হৃদয়ের অতল তলে
হৃদয় নামক সাগরে
ঢেউ জাগে
শুরু হয় তোলপাড়.... ঝড়-
ভীষণ রকম ঝড়!
সে ঝড় ভেঙে দেয় সবকিছু
বাধা-বন্ধন__ সমস্ত নিয়ম আর
যতসব শৃংখল!
তারপর ছুটে যায়... সবকিছু ধ্বংস করে ছুটে যায়...
কী যেন চায় সে...
কী চায় সে?


ঠিক তখুনি মনে পরে মৃত্যুর কথা!
আচমকা নিস্তেজ হয়ে যায় সবকিছু ___
ঢেউ ভাঙা ঝড়
সমস্ত তোলপাড় আর
রুদ্র অশান্ত চঞ্চল হৃদয় সাগর,
বন্ধ হয়ে যায়
অজানা নিশানায় তীব্র বেগে ছুটতে থাকা
এক অব্যক্ত আবেগ!


আহ্! কত সত্য এই মৃত্যু!
কত সত্য!
বাস্তব সত্য!
পরম সত্য!
চির সত্য!
মরতেই হবে একদিন! মরতেই হবে!
না মরে যে উপায় নেই!
মরতেই হবে একদিন!
আহ্! মরতেই হবে একদিন!
যেদিনের পর
আর খুঁজে পাওয়া যাবে না আমায়
আর কোনদিন
খুঁজে পাওয়া যাবে না এই পৃথিবীতে...!


কিন্তু....! কিন্তু আমি যে বেঁচে থাকতে চাই!
আমি যে বেঁচে থাকতে চাই!


বেঁচে থাকার আছে কি কোন উপায়...?
দাও, বলে দাও আমায়
বেঁচে থাকার আছে কি কোন উপায়...?


হঠাৎ বুক চিরে খুব গভীর থেকে
বেরিয়ে আসে
চেপে থাকা একটি দীর্ঘশ্বাস!
বড়ো করুণ এবং
ভারী সেই দীর্ঘশ্বাস!


এ কিসের দীর্ঘশ্বাস!
হতাশার?
নাকি নিরাশ মনের ঘোর আচ্ছন্নতার দূর করার?


আশা জাগানিয়া এই বুকে আশা জাগে __
সেই আশা আমার অধিকার!
সেই আশা স্বাধীনতার!
সেই আশা জীবনের!
সেই আশা সংগ্রামের!
সেই আশা ঘুরে দাঁড়াবার!
সেই আশা বেঁচে থাকার!


হ্যা! আমি বেঁচে থাকতে চাই
বেঁচে থাকতে চাই
চিরকাল...!
চিরকাল....!
হ্যা আমি বেঁচে থাকবো
বেঁচে থাকবো অবশ্যই।
মরেও...
অমর হয়ে আমি বেঁচে থাকবো
বেঁচে থাকবো চিরদিন...
চিরদিন...!
চিরদিন...!


আমি বেঁচে থাকবো -


আমার কাব্য ও কবিতায়
গল্পে ও গানে
বইয়ের পাতায় পাতায়
মনুষ্য রচিত ইতিহাসে
আমার শিল্পের রসে রসে
মানুষের মনে মনে
পৃথিবীর স্পন্দনে
আর-
মানবীয় কল্পনায়...
আমি বেঁচে থাকবো,
মরেও অমর হয়ে
আমি বেঁচে থাকবো
শতাব্দীর পর শতাব্দী ধরে
মহাবিশ্বের সাথে মিশে
মহাকালের সাথে মিশে মিশে
বেঁচে থাকবো আমি -
মহাকালের মহা পরিক্রমায়...!


             _____♦_____


রচনাঃ- ৩ / ৭ / ২০১০ ইং
মঙ্গলবার রাত
মহাখালী ওয়ারলেস গেট, গুলশান, ঢাকা।