মাঝে মাঝে আমার ইচ্ছে করে
দূরে কোথাও হারিয়ে যেতে....!
দূরে বহুদূরে যেখানে কেউ নেই
কেউ নেই কোথাও....!


একা একেবারে একা
নিঃসঙ্গ একেলা আমি...  চলে যাবো বহুদূর...!
যেখানে থাকবে না কেউ, থাকবে না কেউ
থাকবে না আর কোনকিছু।


যেখানকার নির্মল বাতাসে
এখনো গ্রহণ করে নি কেউ নিঃশ্বাস!
পদভারে মুখরিত হওয়া তো পরে...
এখনো পরে নি কারো পদচিহ্ন!
উচ্চকিত হয় নি যেথায়
আজও কভু প্রাণী-শব্দ...;
আজও দেখে নি যেথায় কেউ সূর্যোদয়ের রঙিন বেলা...
কিংবা দেখে নি কেউ সূর্যাস্তের লুকোচুরি খেলা...!


আধুনিক, প্রাচীন, অতি অতীত প্রাচীন তো বহুদূরে... প্রাগৈতিহাসিককাল হতে আজ অবধি
যেখানে বিরাজিছে নীরবতা...
আমি যাব সেখানে,
চলে যাবো আমি
নিঃসঙ্গ একেলা পথিক হয়ে
সেই বহুদূরে...!


অচিনপুরের সেই সুদূর অজানায়
নিঃসীম নিস্তব্ধ ওই নির্জনতায়
হারিয়ে যেতে আমার খুব ইচ্ছে করে....!!


              ___♦____


বন্দর, নারায়ণগঞ্জ।