রোযার মাসটা যাচ্ছে চলে
সময় বেশি নাই,
চলো এবার প্রভুর পথে
আমরা ফিরে যাই।


রহমত নাজাত মাগফিরাতের
এই যে রোযার মাস,
ছাড়লে গুণাহ্ পাবো দয়া
মনে বড়ো আশ।


রোযার মাসে গুণাহ্ মাফের
বড়ো সুযোগ যায়,
এমন সুযোগ বারে বারে
কত জনে পায়।


সামনের রোযা পাবো কিনা
কারও জানা নেই,
প্রভুর দেয়া এই জীবনটা
তাঁরই পথে দেই।


তাই তো এবার এই সুযোগটা
কাজে লাগাই ভাই,
কেঁদে কেঁদে আল্লার কাছে
এসো ক্ষমা চাই।


খাঁটি দিলে তওবা করি
গুণাহ্ ছেড়ে দেই,
প্রভুর পথেই চলবে জীবন
আমরা শপথ নেই।


_____♦_____


স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১


রচনাঃ- ৯ / ৫ / ২০২১ ইং
রবিবার, ২৬ রমজান, ১৪৪২ হিজরি
মহাখালী টি এন্ড টি কলোনী মাদ্রাসা, বনানী, ঢাকা।