ঘন ঘন মেঘ ডাকে
বর্ষার আকাশে,
বৃষ্টির ঘ্রাণ পাই
অচেনা ওই বাতাসে।


আকাশটা কালো হয়ে
মেঘে মেঘে ছায়,
গম গম আওয়াজ ওঠে
বিদ্যুৎ ছটায়।


রিমঝিম ঝরে পরে
আকাশের কান্না,
ঝড়ো হাওয়া বয় যেন
বাতাসের রান্না।


আকাশের কান্নায় প্রকৃতি
ধুয়ে মুছে হয় সাফ,
কোলাব্যাঙ খুশিতে খালবিল নদীতে
ডেকে ডেকে দেয় লাফ।


ঝুমঝুম বৃষ্টি
সারাদিন ঝরে রে,
আকাশের ডাকে জমিন
কাঁপে থর থরে।


সারাদিন ঝিরঝির বৃষ্টিতে
জনতা নাকাল,
দিনরাত ঝরে বৃষ্টি
এই তো বর্ষাকাল!


আষাঢ় আর শ্রাবনের
রিমঝিম বৃষ্টি,
কবি-মনে এঁকে দেয়
অনবদ্য সৃষ্টি।


         ______♦_____


রচনাঃ- ১২ / ৭ / ২০২০ ইং।
মেরুল বাড্ডা, ঢাকা।